শিরোনাম
জয়পুরহাটে সাড়ে ২২ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৩:২২
জয়পুরহাটে সাড়ে ২২ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস
জয়পুরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জয়পুরহাটের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে আসা ফেনসিডিল, মদ, গাঁজা, প্যাথেড্রিন, অ্যম্পুল ইনজেকশনসহ বিভিন্ন ধরনের প্রায় সাড়ে ২২ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করেছে বিজিবি।


সোমবার দুপুরে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটেলিয়ন সদরদফতর চত্বরে এসব মাদক দ্রব্য ধ্বংস করা হয়।


এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন- বিজিবি’র দিনাজপুর সেক্টর কমান্ডার আনিসুর রহমান, জয়পুরহাট-২০ বিজিবি অধিনায়ক লে: কর্নেল রাশেদ মো. আনিসুল হক, জয়পুরহাট নির্বাহী ম্যজিষ্ট্রেট শাহরিয়ার হক, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক নূর ইসলাম, দিনাজপুরের হিলি স্থল বন্দরের শুল্ক কর্মকর্তা সাকের আহম্মেদ প্রমুখ।



বক্তারা বলেন, যুব সমাজ ধ্বংসকারী মাদক থেকে মুক্ত থাকতে সরকারের প্রচেষ্টার পাশাপাশি, অভিভাবক, সুশীল সমাজসহ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সচেতন থাকতে হবে।


বিবার্তা/শামীম/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com