শিরোনাম
বরিশালে লঞ্চ থেকে পড়ে যাওয়া যাত্রীকে জীবিত উদ্ধার
প্রকাশ : ৩১ আগস্ট ২০১৮, ১০:৪০
বরিশালে লঞ্চ থেকে পড়ে যাওয়া যাত্রীকে জীবিত উদ্ধার
বরিশাল ব্যুরো
প্রিন্ট অ-অ+

সুন্দরবন ১০ লঞ্চ থেকে পানিতে পড়ে যাওয়া এক যাত্রীকে জীবিত উদ্ধার করেছে বরিশাল আনসার বাহিনী।


বৃহস্পতিবার সন্ধ্যায় আসাদুজ্জামান (৪০) নামের এক ব্যক্তি রাজধানীতে যাওয়ার লঞ্চে উঠতে গিয়ে সিঁড়ি থেকে পানিতে পরে যায়। তাৎক্ষণিক ওই যাত্রীকে উদ্ধারে নেমে পড়ে আনসার সদস্যরা। তাদের উদ্ধার অভিযানও সফল হয়। জীবিত অবস্থায়ই তাকে কীর্তনখোলা নদী থেকে উদ্ধার করেন তারা। অক্ষত অবস্থায়-ই তাকে ঢাকাগামী সুন্দরবন ৮ লঞ্চে উঠিয়ে দেন আনসার বাহিনী।


জানা গেছে, পিরোজপুরের স্বরূপকাঠির নেছারাবাদ থানার উত্তর উড়িবুনিয়া গ্রামের বাসিন্দা আসাদুজ্জামান। তিনি ঢাকার একটি গার্মেন্টসে ফ্লোর সুপারভাইজার হিসেবে কর্মরত আছেন। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আসেন। ঈদ শেষে কর্মস্থলে ফিরতে বরিশাল টার্মিনাল সুন্দরবন ১০ লঞ্চে উঠতে গিয়ে সিঁড়ি থেকে পানিতে পড়ে যায়।


এসময় টার্মিনালে দায়িত্বরত বরিশাল সদর উপজেলা আনসার কোম্পানি কমান্ডার সঞ্জিব সিংহ, পিসি মোয়াজ্জেম হোসেন খোকন, পিসি জামাল, আনসার সোহেল মৃধা, আনসার পারভেজ, আনসার নারায়ন দাশ, আনসার আব্দুল হাই, আনসার মাহামুদুল হাসান (সোহাগ) যাত্রী উদ্ধার অভিযানে অংশ নেয়।


এদিকে যাত্রী উদ্ধার অভিযানকালে পায়ে আঘাত পান বরিশাল সদর উপজেলা আনসার কোম্পানি কমান্ডার সঞ্জিব সিংহ। অপরদিকে একই দিন মহিলা এক যাত্রী লঞ্চে উঠতে না পারায় টার্মিনালে কান্নাকাটি করতে থাকেন। ওই যাত্রীর নাম কবিতা বৈরাগী (৩৮)।


বিবার্তা/আরিফ/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com