শিরোনাম
বড়াইগ্রামে শোক দিবসের দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ : ৩০ আগস্ট ২০১৮, ১০:৫৩
বড়াইগ্রামে শোক দিবসের দোয়া মাহফিল অনুষ্ঠিত
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের বড়াইগ্রামে শোককে শক্তিতে রূপান্তরিত করার আহ্বান জানিয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বুধবার বিকেল ৫টায় উপজেলার চান্দাই উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ কল্লোল স্মৃতি মঞ্চে চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মাঠ কানায় কানায় লোকে লোকারণ্য হয়ে যেন জনসমুদ্রে রূপ নেয়।


উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও চান্দাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান সরকার খিচুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল প্রামাণিক, বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কেএম জাকির হোসেন জুয়েল, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং বনপাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সরকার, জেলা আওয়ামী লীগের সদস্য মাজেদুল বারী নয়ন।



এছাড়া শোক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন ডালো, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অাব্দুস সালাম খান, জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হোসেন তোজাম প্রমুখ।


সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক শাহ্ আলম মাষ্টার, শ্রম-বিষয়ক সম্পাদক ফরিদুল ইসলাম ফরিদ, গোপালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আনিসুর রহমান আনিস, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিনহাজ্ব, গোপালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাজমুস সাকিব শাকিল, গুরুদাসপুর পৌর যুবলীগের সহ-সম্পাদক পলাশ সরকার, বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুল ইসলাম সরদার, সিনিয়র সহ-সভাপতি আল-হেলাল কাফী, সহ-সভাপতি জিসান আহমেদ সুমন, মিজানুর রহমান মিজান, শিমুল হোসেন, বাবুল হোসেন বাবু, বড়াইগ্রাম পৌর ছাত্রলীগের সভাপতি তুহিন, সাধারণ সম্পাদক শামীম পারভেজ, গোপালপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোর্শেদ মণ্ডল, সিনিয়র সহ-সভাপতি সাজেদুর রহমান সাজু, সাধারণ সম্পাদক সুমন সরকার, জোনাইল ইউনিয়ন ছাত্রলীগ নেতা সুমন সরকার, চান্দাই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অআলমগির হোসেন, সহ-সভাপতি শাহীন, মাহফুজুর রহমান চমক, সাংগঠনিক সম্পাদক নূর ছালিম শোভন, দফতর সম্পাদক তানভীর হাসান স্মরণ, প্রচার সম্পাদক মেহেদী হাসান মোহন, উপ-প্রচার সম্পাদক নিশান, সহ-সম্পাদক হৃদয় ও জাহিন মাহমুদ সৈনিকসহ অনেকে।



আলোচনা শেষে জাতীর জনক বঙ্গবন্ধুরসহ সকল বীর শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।


বিবার্তা/সাকলাইন/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com