
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় পাজেরো জিপের ধাক্কায় ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি পাভেল সবুজ (১৮) নিহত হয়েছেন। এ সময় নবীউল আরাফাত নামে আরো এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
বুধবার দুপুরে উপজেলার ডুলহাজারা ইউনিয়নের দরগাহ গেইটে এ দুর্ঘটনা ঘটে। পাজেরোটি কক্সবাজার জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটুর মালিকানাধীন বলে জানা গেছে।
নিহত পাভেল চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের ডিঘর পানখালী গ্রামের জানে আলেমের ছেলে। সে ওই ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি। আহত আরাফাত একই গ্রামের শাহ আলমের ছেলে এবং ওই ওয়ার্ডের ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদর্শী চকরিয়ার আওয়ামী লীগ নেতা ওসমান বলেন, জেলা পরিষদ সদস্য লিটু নিজ গাড়িতে করে কক্সবাজার যাচ্ছিলেন। একই সময় বিপরীত দিকে মোটরসাইকেলে ওই দুই ছাত্রলীগ নেতা যাচ্ছিল। এ সময় বিপরীতমুখী দু'টি গাড়ির সংঘর্ষে মোটরসাইকেল আরোহীরা আহত হয়। পরে তাদের উদ্ধার মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নেয়া হয়। সেখানে পাভেলের মৃত্যু হয়। অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে।
মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতাল মেডিকেল অ্যাসিসটেন্ট সুমন জানান, আহত আরাফাতের অবস্থা আশঙ্কাজনক। যেকোন মুহুর্তে তার জীবন প্রদীপ নিভে যেতে পারে।
ডুলহাজারা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমগীর হোসাইন জানান, জিপের মালিক জেলা পরিষদ সদস্য জাহেদুল লিটু। দুর্ঘটনা কবলিত গাড়ি দু'টিই জব্দ করা হয়েছে।
বিবার্তা/জাহেদ/কামরুল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net