শিরোনাম
ময়মনসিংহে শিক্ষক সমিতির মানববন্ধন
প্রকাশ : ২৭ নভেম্বর ২০১৬, ১৬:১৩
ময়মনসিংহে শিক্ষক সমিতির মানববন্ধন
ময়মনসিংহ ব্যুরো
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি ময়মনসিংহ সদর উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন করেছে বেসরকারি মাধ্যমিক শিক্ষকরা। চার দফা দাবিতে রবিবার সকালে ময়মনসিংহ শহরের ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে ঘন্টাব্যাপী এই মানববন্ধন করে শিক্ষকরা।


দাবিগুলো হলো- শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ, শিক্ষক-কর্মচারীদের ৫ শতাংশ বেতন বৃদ্ধি, বৈশাখী ভাতা ও পূর্ণাঙ্গ উৎসব ভাতা।


মানববন্ধনে বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু বকর সিদ্দিক বলেন, ন্যায়সঙ্গত দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা ঘরে না ফিরে নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে।


মানবন্ধনে আরও বক্তব্য দেন অধ্যক্ষ জিয়া উদ্দিন শাকির, মো. চাঁন মিয়া, মো. আবু জাফর চৌধুরী, মো. আনোয়ার হোসেন, গোলাম হক, খালিদ হিল্লোল, ফজলুর রহমান ও নাসরিন সুলতানা প্রমুখ।


মানববন্ধন শেষে শিক্ষকরা বিক্ষোভ মিছিল করে, মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।


বিবার্তা/ফাহিম/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com