
বাগেরহাটে বটগাছের সাথে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত (৭০) বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে হযরত খানজাহানের (রহ.) মাজার মোড় এলাকা ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত করতে পুলিশ ওই মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বাগেরহাট সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনোজিত কুমার নন্দী বলেন, স্থানীয় লোকজন জনৈক বজলুর রহমান নামে এক ব্যক্তির দোকানের সামনে বটগাছে গলায় রশি দিয়ে ঝুলে থাকা এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
ওই ব্যক্তির গায়ের রং শ্যামলা, মুখে লম্বা সাদা দাড়ি, পরনে চেক লুঙ্গি ও স্যান্ড গেঞ্জি রয়েছে।
তিনি বলেন, হযরত খানজাহান (রহ.) মাজার দর্শনীয় স্থান। এখানে দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা এসে থাকেন। দুরের কোথাও থেকে এসে এখানে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় লোকজন তাকে চিনতে পারছে না। কেন তিনি আত্মহত্যা করলেন এবং তার বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
বিবার্তা/ইমরুল/জাকিয়া
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net