শিরোনাম
ত্রিপুরাপল্লীতে মারা যাওয়া শিশুরা হামে আক্রান্ত ছিল
প্রকাশ : ২৮ আগস্ট ২০১৮, ১০:১১
ত্রিপুরাপল্লীতে মারা যাওয়া শিশুরা হামে আক্রান্ত ছিল
চট্টগ্রাম ব্যুরো
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ত্রিপুরাপল্লীতে মারা যাওয়া চার শিশু হামে আক্রান্ত ছিল বলে মনে করছেন চিকিৎসকেরা।


সোমবার চার শিশুর রক্ত পরীক্ষার প্রতিবেদন ঢাকা থেকে জানার পর চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


একই রোগে আক্রান্ত হয়ে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে ২৫ শিশু।


সিভিল সার্জন জানান, হাটহাজারীর দুর্গম ত্রিপুরা পল্লীতে অজ্ঞাতরোগের চার শিশুর মৃত্যুর খবর জানার পর রবিবারই আক্রান্ত শিশুদের রক্তের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এছাড়া সোমবার স্বাস্থ্য অধিদফতরের তদন্ত টিম ঘটনাস্থল পরিদর্শন এবং হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত শিশুদের পরীক্ষা করেন।


তিনি বলেন, ঢাকায় পাঠানো রক্তের নমুনা পরীক্ষার ফলাফল এবং হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করে তাদের শরীরে হামের ভাইরাস পাওয়া গেছে। এখন সেই অনুযায়ী আক্রান্তদের চিকিৎসা দেয়া হচ্ছে।


হাটহাজারীর ত্রিপুরা পল্লীতে গত ২১ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত জ্বর, সর্দি–কাশিতে আক্রান্ত হয়ে ৪ শিশুর মৃত্যু ঘটে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে আরো ২৫ শিশু। সোমবার আরো তিনজনকে একই হাসপাতালে ভর্তি করা হয়।


সেখান থেকে তিনজনকে চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসার্স ডিজিজেস (বিআইটিআইডি) পাঠানো হয়।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com