শিরোনাম
সীতাকুণ্ডে হামলায় যুবলীগকর্মী দুই ভাই নিহত
প্রকাশ : ২৮ আগস্ট ২০১৮, ০৯:১৮
সীতাকুণ্ডে হামলায় যুবলীগকর্মী দুই ভাই নিহত
চট্টগ্রাম ব্যুরো
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক সভার পর প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছে দুই ভাই। তারা আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগের সঙ্গে যুক্ত ছিলেন।


নিহতরা হলেন- রমজান আলী (৩৫) ও সিজন আলী (২৫)। তারা বড় দারোগা হাটের মহালঙ্কায় নুরুল আবছারের পুত্র।


জাতীয় শোক দিবস উপলক্ষে সীতাকুণ্ডের বারৈয়ারঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সভা ছিল সোমবার বিকেলে। ওই সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম। সভা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে হামলার মুখে পড়েন এমপি দিদারের অনুসারী রমজান। মোটরসাইকেলে মোট তিনজন থাকলেও তৃতীয়জন মোঃ মোবারক অক্ষত রয়েছেন।


মোবারক বলেন, সভা শেষে রাত ৮টার দিকে আমরা বাড়ি ফিরছিলাম। বড় দারোগা হাটে মহাসড়কে ওজন স্কেলে মোটরসাইকেল স্লো করলে একদল সন্ত্রাসী আমাদের উপর হামলা চালায়।


চমেক পুলিশ ফাঁড়ির এসআই শিলব্রত বড়ুয়া বলেছেন, হামলার পর দুই ভাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) আনা হয়েছিল। রমজানকে চিকিৎসকরা হাসপাতালে আনার সাথে সাথেই মৃত ঘোষণা করেন। আর চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে সিজনের মৃত্যু হয়।


আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে এই হামলা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।


চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মসিউদ্দৌলা রেজা বলেন, প্রতিপক্ষ গ্রুপের লোকজন এই হামলা করেছে বলে আমরা ধারণা করছি।


বিবার্তা/জাহেদ/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com