শিরোনাম
মোরেলগঞ্জে একই পরিবারের ৪ জনকে অজ্ঞান করে বাড়ি লুট
প্রকাশ : ২৭ আগস্ট ২০১৮, ২১:৪০
মোরেলগঞ্জে একই পরিবারের ৪ জনকে অজ্ঞান করে বাড়ি লুট
মোরেলগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের মোরেলগঞ্জে একই পরিবারের ৪ জনকে অজ্ঞান করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।


সোমবার ভোর রাতে উপজেলার খাউলিয়া ইউনিয়নের পশ্চিম বরিশাল গ্রামে এ ঘটনা ঘটে।


সকাল ৯টার দিকে অজ্ঞান অবস্থায় ওই পরিবারের ৪ জনকে উদ্ধার করে পার্শ্ববর্তী শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


আহতরা হলেন, পল্লী চিকিৎসক ডা. আব্দুস ছালাম (৬৫), স্ত্রী মমতাজ বেগম (৫০), ছেলে মামুন (৩৬) ও পুত্রবধূ শাহিনা আকতার (২৫)।


জানা গেছে, ঘটনার আগের দিন রবিবার সন্ধ্যার কোনো এক সময় কে বা কাহারা ভাতের সঙ্গে অজ্ঞান করার ঔষধ মিশিয়ে দেয়। রাত ১০টার দিকে ডা. আব্দুস ছালামসহ সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। দুর্বৃত্তরা ভোর রাতে ঘরে ঢুকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ ২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। সকালে ছোট ছেলে মাসুদ শ্বশুর বাড়ি থেকে এসে এই অবস্থা দেখে অজ্ঞান পিতা মাতাসহ ৪ জনকে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রাতে ভাত না খাওয়ার কারণে নাতনী ফরজানা (৬) সুস্থ রয়েছে।



শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম কুমার সমদ্দার জানান, অজ্ঞান ৪ জনকে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে এবং তারা এখন আশঙ্কামুক্ত রয়েছে।


বিবার্তা/রাজু/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com