শিরোনাম
ঝালকাঠিতে নদী ভাঙন রোধে পদক্ষেপ গ্রহণের দাবি
প্রকাশ : ২৬ আগস্ট ২০১৮, ১৬:৪৯
ঝালকাঠিতে নদী ভাঙন রোধে পদক্ষেপ গ্রহণের দাবি
ঝালকাঠি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝালকাঠিতে বিষখালী নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার বেলা ১১টায় ভাটারাকান্দা প্রাথমিক বিদ্যালয় ও আশ্রয়কেন্দ্রের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে নদী ভাঙনের শিকার তিনটি গ্রামের পাঁচ শতাধিক বাসিন্দা অংশ নেয়। এ ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন।


মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ইউপি সদস্য আলতাফ হোসেন, নারী নেত্রী পিনু আক্তার নদী, নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত জায়েদা বেগম, সোনাবান বেগম, মমতাজ বেগম, ছালাম খান আবদুর রব ও আবুল হোসেন।


বক্তারা জানান, দীর্ঘদিন ধরে সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের চরকাঠি, ভাটারাকান্দা ও চরভাটারাকান্দা গ্রামের অধিকাংশ এলাকা বিষখালী নদীতে বিলিন হয়ে গেছে। গত ১০ আগস্ট এক রাতে আকস্মিক ভাঙনে ২০টি বসত ঘর নদী গর্ভে বিলিন হয়ে যায়। ক্ষতিগ্রস্তরা স্থানীয় একটি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়। ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানানো হয়।


বিবার্তা/আমিনুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com