শিরোনাম
ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ
প্রকাশ : ২৬ আগস্ট ২০১৮, ১৬:২৬
ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনদের সাথে ঈদের ছুটি কাটিয়ে এরই মধ্যে জীবিকার তাগিদে কর্মস্থলে ফিরতে শুরু করেছে রাজধানীতে কর্মরত মানুষ। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে সকাল থেকে রাজধানী অভিমুখী কর্মস্থলে ফেরা মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে চন্দ্রা ত্রিমোড় জনস্রোতে পরিণত হয়েছে।


কর্মস্থলে ফিরতে মহাসড়কে যানজটের কোনো ঝামেলা না থাকলেও অভিযোগ উঠেছে অতিরিক্ত বাড়তি ভাড়া আদায়ের। রয়েছে পরিবহন সংকটেরও। আর কর্মস্থলে ফেরা যাত্রীদের নির্বিঘ্নে যাত্রা নিশ্চিত করতে মহাসড়কে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।



ঈদ শেষে সড়ক পথে কর্মস্থলে ফেরা মানুষদের সাথে কথা বলে জানা গেছে, মহাসড়কগুলোতে কোথাও কোনো যানজট নেই। তবে কিছু বাসস্ট্যান্ড ঘিরে রয়েছে পরিবহনের জটলা। তবে মহাসড়কেই নেই পর্যাপ্ত গণপরিবহন। আর যেসব পরিবহন রয়েছে সেগুলোতে আদায় করা হচ্ছে বাড়তি ভাড়া।


বিবার্তা/তুহিন/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com