
ঝালকাঠির কাঁঠালিয়া থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মনিরুজ্জামান রনি সিকদারকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাকে গ্রেফতারের বিষয়টি জানায় পুলিশ।
থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বলতলা এলাকা থেকে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রনি সিকদার উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন সিকদারের ছেলে।
একই দিনে গণধর্ষণসহ ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সবুজ সওদাগরকে (৩৮) বিশেষ অভিযান চালিয়ে করিয়া উত্তর চেচঁরী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
থানা অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, গ্রেফতারকৃত রনির বিরুদ্ধে হত্যা চাঁদাবাজীসহ একাধিক মামলা রয়েছে। রনি সিকদার থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রার্সী ও সবুজ সওদাগর গন ধর্ষন ও ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। উক্ত আসামীদের ঝালকাঠি কোটে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/আমিনুল/কামরুল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net