
দুই শিশুসন্তানের সামনে বাসচাপায় বীথি আক্তার পিন্নি (২৫) নামে নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার টঙ্গী চেরাগ আলী এলাকায় তুরাগ পরিবহনের একটি বাসচাপায় তার মৃত্যু হয়। নিহত বীথি শরীয়তপুরের টুটুল মিয়ার স্ত্রী। তিনি টঙ্গী কলেজগেট এলাকায় থাকতেন।
টঙ্গী থানার এসআই চন্দন দে জানান, সকাল সাড়ে ১০টার দিকে দুই শিশুসন্তান নিয়ে বীথি চেরাগ আলী মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এই সময় তুরাগ পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিবার্তা/রোকন/কাফী
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net