শিরোনাম
কয়েলের আগুনে পথে বসলো ৩ কৃষক
প্রকাশ : ২১ আগস্ট ২০১৮, ১১:১৮
কয়েলের আগুনে পথে বসলো ৩ কৃষক
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মশার কয়েল থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে লালমনিরহাটের আদিতমারী উপজেলার তিস্তার চরাঞ্চলের ৩ কৃষকের সহায়-সম্বল পুড়ে ছাই হয়ে গেছে।


সোমবার মধ্যরাতে উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিন বালাপাড়া সিংগিমারী চরে এ দুর্ঘটনা ঘটে।


ক্ষতিগ্রস্থ কৃষকরা হলেন, সিংগিমারী চরের মৃত নয়া মিয়ার ছেলে আনারুল ইসলাম, মাহাতাব উদ্দিন ও প্রতিবেশী মহুবর রহমানের ছেলে আনোয়ারুল ইসলাম।


মহিষখোচা ইউনিয়ান পরিষদের প্যানেল চেয়ারম্যান মজমুল হক জানান, গরুর ঘরে কয়েল দিয়ে ঘুমিয়ে পড়েন আনারুল ইসলাম। সেই কয়েলের আগুনে প্রথমে গরু দু’টিসহ ঘরটি পুড়ে যায়। এ আগুন মুহুর্তে ছড়িয়ে পড়ে মাহাতাব ও আনোয়ারুলের বাড়িতে। বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৩ কৃষকের ৫টি ঘর, প্রায় ১০০ মণ পাট, ধান, চাল ও আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।



এতে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করেছে। খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছে তারা।


আদিতমারী থানার ওসি মাসুদ রানার বিষয়টি জানা নেই। তবে অফিসার পাঠিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।


বিবার্তা/জিন্না/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com