শিরোনাম
বিদ্যুতের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
প্রকাশ : ২০ আগস্ট ২০১৮, ১৬:৩৮
বিদ্যুতের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নিরাপদ সড়কের পরে এবার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি নিয়ে মহাসড়কে নেমেছে শিক্ষার্থীরা।


সোমবার সকাল ১১টা থেকে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ উপজেলার কাকিনা বাজারে মহাসড়ক অবরোধ করে মিছিল করছে শিক্ষার্থীরা। অবরোধের ফলে আটকা পড়েছে শত-শত যানবাহন। জনদুর্ভোগে পড়েছেন ঈদে ঘরমুখী যাত্রীরা।


শিক্ষার্থীরা জানান, প্রচণ্ড গরমের সাথে গত কয়েক সপ্তাহ ধরে ঘন ঘন লোডসেডিংয়ে অতিষ্ট সাধারণ মানুষ। তিন ঘণ্টা পর মাত্র ১০ মিনিটের জন্য বিদ্যুতের দেখা মেলে। এ ছাড়াও নতুন করে যুক্ত হয়েছে লো ভোল্টেজ। সারা দিন বিদ্যুতহীন থাকলেও সন্ধ্যায় পড়াশুনার পুরো সময় জুড়ে বিদ্যুতের লোডসেডিং অব্যহত থাকছে।


খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণর চেষ্টা করলেও অবরোধ তুলে দিতে পারেননি।


কালীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, যোগাযোগ সচল রাখতে শিক্ষার্থীদের সাথে আলোচনা করা হচ্ছে। যতদ্রুত সম্ভব অবরোধ তুলে দেয়া হবে।


বিবার্তা/জিন্না/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com