শিরোনাম
নড়াইলে মন্দিরের বিশ্রামাগার ভাঙার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ : ২০ আগস্ট ২০১৮, ১৩:০৮
নড়াইলে মন্দিরের বিশ্রামাগার ভাঙার প্রতিবাদে মানববন্ধন
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের সদানন্দকাঠী দূর্গা মন্দিরের সামনের বিশ্রামাগার ভাঙার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


সোমবার সদরের শাহাবাদ ইউনিয়নের সদানন্দকাঠী মন্দিরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বক্তব্যে রাখেন সদানন্দ কাঠী মন্দিরের সভাপতি চিত্তরঞ্জন রায়, নির্মল রায়, কাজল সাহা, গোবিন্দ রায় প্রমুখ।


মানববন্ধনে বক্তারা বলেন, মন্দিরের পাশে হিন্দু ধর্মাবলম্বীদের সুবিধার্থে একটি বিশ্রামাগার নির্মাণ করা হয়। ব্যক্তিগত জমিতে ঘর নির্মাণ করা হলেও শাহাবাদ ইউনিয়নের ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. মহিদুল ইসলাম জমাদ্দার গত রবিবার বিকেলে তার লোকজন নিয়ে ঘরটি ভেঙে ফেলে। আমরা এ ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি বিশ্রামাগার পুন-নির্মাণের দাবি জানাচ্ছি।


শাহাবাদ ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মো. মহিদুল ইসলাম জমাদ্দার বলেন, সরকারি জমিতে ঘর নির্মাণ করায় ভেঙে ফেলা হয়েছে।


বিবার্তা/শরিফুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com