
ঝিনাইদহ প্রয়াস আনন্দ স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রয়াসের সভাপতি জয়নাল আবেদিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন উজির আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, প্রয়াসের সাধারণ সম্পাদক রাশেদুল হক, অর্থ সম্পাদক ইসাহাক আলী, দফতর সম্পাদক মোবারক হোসেন, সহ-দফতর সম্পাদক আরিফুল ইসলাম, অংকুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রয়াসের সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। আলোচনা সভা শেষে ৩০ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে সেমাই, চিনি, তেল, ডাল, মসলা ও জামা-কাপড় বিতরণ করা হয়।
বিবার্তা/কোরবান/জহির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net