শিরোনাম
স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ, অস্ত্রসহ আটক ১
প্রকাশ : ২০ আগস্ট ২০১৮, ০৯:২২
স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ, অস্ত্রসহ আটক ১
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারে সেলিম মণ্ডল নামে এক ব্যক্তির বিরুদ্ধে ২য় স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ভাই জুয়েল মণ্ডলকে অস্ত্রসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।


রবিবার সন্ধ্যায় সাভারের বিরুলিয়া এলাকার সামাইর গ্রামের স্থানীয় একটি সড়ক থেকে তাকে আটক করা হয়। আটক জুয়েল মণ্ডল বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।


এর আগে গত ৩ আগস্ট মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকার বায়রা ইউনিয়নের স্বরুপপুর গ্রামের একটি কলাবাগান থেকে ঝলসানো লাশ উদ্ধার করে পুলিশ। পরে ১৯ আগস্ট রবিবার বিকেলে নিহতের পরিবার ওই তরুণীর লাশ সনাক্ত করেন।


নিহত তরুণীর নাম আয়েশা আক্তার (২৫)। তিনি সাভার থানা যুবলীগের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের সদস্য সেলিম মণ্ডলের স্ত্রী এবং বিরুলিয়া ইউনিয়নের সামাইর গ্রামের সোহরাব হোসেনের মেয়ে।


সিঙ্গাইর থানার ওসি খন্দকার ইমাম হোসেন, নিহতের পরিচয় সনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।


নিহতের ভাই উজ্জল হোসেন অভিযোগ করে বলেন, গত পাঁচ বছর আগে তার বোনের সাথে সেলিম মণ্ডলের বিয়ে হয়। বিয়ের পর থেকে সাভারের পৌর এলাকার মজিদপুর মহল্লায় ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন তারা। এদিকে পরিবারের অমতে যুবলীগ নেতার ২য় বিয়ে করায় পারিবারিকভাবে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে প্রায়ই সেলিম মণ্ডলের সাথে তার বোনের পারিবারিক কলহ লেগেই থাকতো।


উজ্জল অভিযোগ করেন, গত দেড় মাস আগে একটি বিয়ের অনুষ্ঠানে আমার বোনকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় সেলিম মণ্ডল। পরে সিঙ্গাইর বায়রা এলাকায় একটি নির্জন স্থানে নিয়ে স্ত্রীকে পেট্রল দিয়ে পুড়িয়ে হত্যা করেছে বলে আমাদের ধারণা।


এ ব্যাপারে সিঙ্গাইর থানার ওসি খন্দকার ইমাম হোসেন বলেন, তরুণীর উদ্ধারকৃত ঝলসানো লাশ সনাক্ত করেছেন তার পরিবার। এরই সূত্র ধরে সাভারের বিরুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়াও লাশের ডিএনএ পরীক্ষার পর বিষয়টি আরো স্পষ্ট হওয়া যাবে।


সাভার মডেল থানার ওসি মহসিনুল কাদির অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় যুবলীগ নেতার ভাই জুয়েল মণ্ডলকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। এছাড়াও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।


তিনি বলেন, এ ঘটনার পর থেকে সেলিম মণ্ডল পলাতক রয়েছেন। বন্ধ রয়েছে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও।


বিবার্তা/শরীফুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com