শিরোনাম
নাটোরে কৃষক হত্যাকাণ্ডে ৫ আসামির ফাঁসি
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৮, ১৮:০৯
নাটোরে কৃষক হত্যাকাণ্ডে ৫ আসামির ফাঁসি
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের সিংড়া উপজেলায় কৃষক আব্দুল কাদের হত্যা মামলায় পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।


রবিবার জেলার অতিরিক্ত দায়রা জজ মো. সাইফুর রহমান সিদ্দিকী এ রায় দেন। আসামিদের মধ্যে আরো দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।


মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সিংড়া উপজেলার বিয়াস গ্রামের মোজাহার আলীর ছেলে হাফিজুর রহমান ওরফে হাফিন (৪৫), খলিলুর রহমানের ছেলে মো. বুলু (৪২), খবির উদ্দিনের ছেলে খলিলুর রহমান ওরফে খলিল (৪০), রহেদ আলীর ছেলে মজিবর রহান ওরফে মজি (৪৫), গুরুদাসপুর উপজেলার যোগেন্দ্রনগর গ্রামের আবুল মোল্লার ছেলে মনির হোসেন (৫০)। এদের মধ্যে বুলু, খলিল ও মনির পলাতক রয়েছেন।


যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন গুরুদাসপুর উপজেলার যোগেন্দ্রনগর গ্রামের বয়েন উদ্দিনের ছেলে নজরুল ইসলাম ওরফে দুদু ও আব্দুল হাকিম। যাবজ্জীবনের পাশাপাশি দুইজনকেই এক লাখ এক টাকা করে জরিমানা করা হয়েছে।


এছাড়া আসলাম ওরফে জবান ও নজরুল ইসলাম নামে দুই আসামি মারা যাওয়ায় তাদের অব্যাহতি দেয়া হয়েছে বলে জানান এপিপি মাসুদ হাসান জানান।


মামলার বিবরণে বলা হয়, ২০০৪ সালের ৩ ফেব্রুয়ারি সিংড়া উপজেলার কৃষক আব্দুল কাদেরকে অপহরণের পর হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেন।


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com