শিরোনাম
দৌলতদিয়া ঘাটে আটকা এক হাজারেরও বেশি যান
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৮, ১১:৫৭
দৌলতদিয়া ঘাটে আটকা এক হাজারেরও বেশি যান
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

পদ্মায় প্রবল স্রোতে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়া ঘাটে আটকা পড়েছে এক হাজারেরও বেশি যানবাহন। তবে পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ কম থাকায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। এদিকে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে রয়েছে যানবাহনের চাপ।


রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার বলা হয় রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাটকে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন ও লক্ষাধিক যাত্রী পদ্মা পাড়ি দেয়।


ঘাট কর্তৃপক্ষ জানায়, নাব্য সংকট দূর করতে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ড্রেজিংয়ের কাজ চলছে। ঈদযাত্রা শুরু হওয়ায় ২১টি ফেরির মধ্যে ১৬টি ফেরি দিয়ে বিকল্প রুটে যানবাহন পারাপার করা হচ্ছে। এতে সময় বেশি লাগায় ঘাট এলাকায় পারাপারে আটকা পড়েছে শত শত যানবাহন।


বিআইডব্লিউটিএর কর্মকর্তারা বলছেন, লৌহজং পয়েন্টে ড্রেজিং চলছে। আজ রবিবারের মধ্যেই পুরোপুরি চালু হবে শিমুলিয়া-কাঁঠালবাড়ি চ্যানেল। তখন স্বাভাবিক হয়ে যাবে তিন পয়েন্টের ফেরি পারাপার। তবে এ কথায় আস্থা রাখতে পারছেন না বিআইডব্লিউটিএর কর্মচারীরাই।


বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের জানান, বিকল্প চ্যানেলে পানির গভীরতা আছে ৪-৫ ফুটের মতো। কিন্তু ফেরি চালাতে প্রয়োজন সাড়ে ৭ ফুটের মতো। এই চ্যানেলটিতে বর্তমানে পলি জমে নাব্যতা সংকট দেখা দিয়েছে। এ কারণে পূর্বের সরাসরি মূল চ্যানেল দিয়ে চলাচল করতে হচ্ছে। তাও খুব সাবধানে পার হতে হচ্ছে চ্যানেল।


পাটুরিয়া-দৌলতদিয়া রুটে স্বাভাবিক সময়ে দৈনিক ৪ হাজারের মতো যানবাহন পারাপার হতো। সেখানে এখন দিন-রাত মিলিয়ে ৬-৭ হাজার যান পার করেও পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে পড়েছে।


পদ্মার প্রবল স্রোতে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় যানবাহনের বাড়তি চাপ রয়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটেও। জিরো পয়েন্ট থেকে মহাসড়কের সাড়ে ৯ কিলোমিটার এলাকায় রয়েছে গাড়ির দীর্ঘ সারি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রী ও চালকদের।


এদিকে মানিকগঞ্জে পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ কম থাকায় স্বাভাবিক রয়েছে ফেরি চলাচল। ফলে স্বস্তিতেই বাড়ি ফিরতে পারছেন ঘরমুখো যাত্রীরা। আজ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২০টি ফেরি চলাচল করছে।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com