শিরোনাম
বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৮, ০৮:৫৫
বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঈদুল আযহাকে কেন্দ্র করে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। আর এবারের ঈদ যাত্রার শুরুতেই গত ২৪ ঘণ্টায় ২৮ লাখ টাকার বেশি টোল আদায় হয়েছে বঙ্গবন্ধু সেতুতে।


শুক্রবার সকাল ৬টা হতে শনিবার সকাল ৬টা পর্যন্ত সেতুর দুপাড়ে টোল আদায় হয়েছে ২ কোটি ৫৮ লাখ টাকার উপরে। যা গত বছরের টোল আদায়ের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। গত বছর টোল আদায় হয়েছিল ২ কোটি ২৬ লাখ টাকা। ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ২৫ হাজার যানবাহন পারাপার হয়েছে বলেও সেতু কর্তৃপক্ষ জানিয়েছে।


তবে এ বছর সেতু পারাপারে ট্রাকের সংখ্যা বেশি ছিল বলেও জানায় সেতু কর্তৃপক্ষ।


জানা যায়, বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান ছাড়াই বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) নিজস্ব পরিচালনায় সেতুতে টোল আদায় করছে। এর আগে গত ১৪ জুলাই রাত ১২টার দিকে কমিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) এর কাছ থেকে সেতুর টোল আদায় বুঝে নেয় বিবিএ।


বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা ওসি মোশারফ হোসেন জানান, গত বছরের তুলনায় এবছর টোল আদায়ে রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২ কোটি ৫৮ লাখ টাকার টোল আদায় হয়েছে সেতুর দুপাড়ে স্থাপিত টোলপ্লাজা থেকে। এর মধ্যে ট্রাকের সংখ্যা ছিল বেশি।


বিবার্তা/তোফাজ্জল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com