শিরোনাম
ফুলবাড়ীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৮, ১৯:২০
ফুলবাড়ীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নসহ ফুলবাড়ী পৌরসভা আয়োজিত সাড়ে ১১ একর জায়গায় জমে উঠেছে কোরবানির পশুর হাট।


পৌর হাটসহ পার্শবর্তী প্রায় ১০টি ছোট বড় পশুর হাট রয়েছে। এরমধ্যে আমবাড়ী, আফতাবগঞ্জসহ বেশকিছু পশুর হাট উল্যেখযোগ্য।


ঈদুল আযহা যত ঘনিয়ে আসছে হাটে গরু-ছাগলের সরবরাহ ততই বাড়ছে। তবে হাটগুলোতে ভারতীয় গরু না থাকায় দেশী প্রজাতির গরুর বাজার মূল্য বেশ ভালো। এবার বড় গরুর তুলনায় ছোট ও কম দামের গরুর চাহিদা বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা।


কোরবানির গরু বিক্রেতারা বলছেন, হাটে গত বছরের তুলনায় ক্রেতা এবার অনেক কম। এ কারণে কম দামে পশু বিক্রি করতে হচ্ছে।


গরু ব্যবসায়ীরা বলছেন, এই অঞ্চল কৃষকদের আমন রোপণ করতে হচ্ছে। এই কারণে কৃষকদের হাতে টাকা নেই। আর গ্রামাঞ্চলের কোরবানির হাটে অধিকাংশ ক্রেতা কৃষক। এই কারণে কৃষকেরা অল্প দামে ছোট গরু কোরবানি দেয়ার জন্য নির্ধারণ করছে। ফলে হাটে ছোট ও কম দামের গরুর চাহিদা বেশি। অনেক গরু বিক্রেতা বলছেন, গরুর খাদ্যের দাম অনেক বেশি; কিন্তু গুরুর দাম কম হওয়ায় পুজি হারানোর আশঙ্কায় রয়েছেন তারা।


এবার দিনাজপুর জেলায় ফুলবাড়ী উপজেলাসহ ১৩টি উপজেলায় মোট ১লাখ ৮৮হাজার ৮৮০টি পশু কোরবানির জন্য প্রস্তুত। প্রতিটি পশুর হাটে প্রাণিসম্পদ অফিসের পক্ষ থেকে মেডিকেল বুথ স্থাপন করা হয়েছে। পশু কোরবানি পরবর্তী করণীয় ও সচেতনতা বৃদ্ধির জন্য জনসাধারণকে পরামর্শসহ লিফলেট বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিনুর আলম।


এদিকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা এ এলাকার বড় বড় পশুর হাট থেকে প্রতিদিন গড়ে প্রায় ৩০ থেকে ৪০ ট্রাক গরু কিনে নিয়ে যাচ্ছেন রাজধানীসহ দেশের বিভিন্ন হাটে।


বিবার্তা/মেহেদী/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com