শিরোনাম
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৮, ১৫:৫১
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের অংশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন না থাকা ও অতিরিক্ত যাত্রীবহন করার অপরাধে বিভিন্ন যানবাহনকে অর্থদণ্ড করা হয়েছে।


শনিবার দুপুরে জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের নির্দেশক্রমে ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল করিম এবং সদর উপজেলার এসিল্যান্ড সুখময় সরকারের নেতৃত্বে মহাসড়কের নগর জলফৈ বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


বিকেল তিনটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯টি যানবাহনকে ৬ হাজার তিন টাকা জরিমানা করা হয়েছে।



এসময় জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন যানবাহন চালক ও যাত্রীদের ঈদের শুভেচ্ছা এবং রাস্তায় সচেতনভাবে চলাচলের পরামর্শ দেন।


এ বিষয়ে জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন বলেন, এখন পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কোনো যানজট হয়নি। যানজট নিরসনে তিনটি ভ্রাম্যমাণ আদালত ও বিপুল সংখ্যক পুলিশ কর্মরত রয়েছে। আশা করছি যানজট ছাড়াই এবছর ঘরমুখো মানুষ নির্বিঘ্নে ঘরে ফিরতে পারবে।


তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/তোফাজ্জল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com