শিরোনাম
‘বিএনপি না এলে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে’
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৮, ১৪:৩৪
‘বিএনপি না এলে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে’
রংপুর ব্যুরো
প্রিন্ট অ-অ+

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দুত এইচ এম এরশাদ বলেছেন, বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসবে কী আসবে না তারাই ভালো জানে।


তিনি বলেন, বিএনপির অবস্থা ভালো নেই। বিএনপি একটি ছিন্নভিন্ন দল। বিএনপি অংশ নিলে জোটগতভাবে নির্বাচন করবে জাতীয় পার্টি। আর বিএনপি অংশ না নিলে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে।


শনিবার পাঁচদিনের সফরে রংপুর এসে সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন সাবেক এ রাষ্ট্রপতি।


এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মেজর (অব:) খালেদ আখতার, রংপুর সিটি মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, রংপুর জেলা সাধারণ সম্পাদক এসএম ফখর উজ-জামান জাহাঙ্গীর, কেন্দ্রীয় নির্বাহী সদস্য শাফিউল ইসলাম শাফি প্রমুখ।


জাপা চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টি নির্বাচনমুখী দল, নির্বাচনে আমার দল অংশ নেবে। জাতীয় পার্টি তিনশ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি নিয়েছে। কে কী আশা করলো তা নিয়ে আমাদের কিছু যায় আসে না। রংপুরের ২৩টি আসনই আমরা চাই। এজন্য এখন থেকেই মাঠে নেমেছি।


তিনি নিরাপদ সড়ক আন্দোলনে আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিও জানান।


বিবার্তা/সোহেল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com