শিরোনাম
সিরিজ বোমা হামলার ১৩ বছর
কুড়িগ্রামে প্রতিবাদ সমাবেশ
প্রকাশ : ১৭ আগস্ট ২০১৮, ২০:৪৫
কুড়িগ্রামে প্রতিবাদ সমাবেশ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সারাদেশে জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) সিরিজ বোমা হামলার ১৩ বছর আজ। ভয়াবহ ওই বোমা হামলার প্রতিবাদে শুক্রবার প্রতিবাদ সমাবেশের আয়োজন করে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ।


শহরের ঘোষপাড়ায় দলীয় কার্যালয়ে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা বদরুল আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, আওয়ামী লীগের সংগাঠনিক সম্পাদক সাইদ হাসান লোবান, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ প্রমুখ।


বক্তারা বলেন, জেএমবি'র মূল হোতা শায়খ আব্দুর রহমান ও বাংলা ভাইয়ের শাস্তি হলেও তাদের মদদ দাতাদের শাস্তি হয়নি এখনও। মদদ দাতাতের শনাক্ত করে শাস্তি দিতে হবে।


উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগষ্ট দেশের ৬৩ জেলায় একযোগে বোমা হামলা চালায় জেএমবি। ওই দিন কুড়িগ্রাম জেলা জজ আদালত প্রাঙ্গন ও শহীদ মিনারে বোমা হামলা করে তারা। বিস্ফোরণস্থলে লিফলেট রেখে আত্মপ্রকাশ করে জেএমবি।


বিবার্তা/সৌরভ/কামরুল


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com