শিরোনাম
আলীকদমে দুই মদ্যপকে ১০ হাজার টাকা জরিমানা
প্রকাশ : ১৭ আগস্ট ২০১৮, ১১:২৮
আলীকদমে দুই মদ্যপকে ১০ হাজার টাকা জরিমানা
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবানের আলীকদম উপজেলায় দেশে তৈরি চোলাই মদ বহন ও পানের দায়ে দুই জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিমুল হায়দার বৃহস্পতিবার সন্ধ্যায় তাদেরকে এ জরিমানা করেন।


দণ্ডিতরা হলেন-রাঙ্গামাটি সদর উপজেলার বনরুপার মৃত আবুল হাসেমের ছেলে নুরুল ইসলাম (৪৫) ও আলীকদম উপজেলার মংচিং হেডম্যান পাড়ার মৃত হরি মোহন দের ছেলে নেপাল দে (৫৫)।


এর আগে দুপুর ২টার দিকে আলীকদম থানা পুলিশের এএসআই মঈন উদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা মংচিং হেডম্যান পাড়ায় অভিযান চালায়। এ সময় দেশে তৈরি চোলাই মদসহ দুইজনকে আটক করেন। পরে আটকদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করলে; আদালতের বিচারক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অভিযোগ প্রমাণিত হলে প্রতিজনকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।


আলীকদম থানা পুলিশের এএসআই মো. আজমগীর দুই মদ্যপকে জরিমানার সত্যতা নিশ্চিত করেছেন।


বিবার্তা/আরমান/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com