শিরোনাম
কপোতাক্ষের বেড়িবাঁধ ভেঙে শতাধিক পরিবার পানিবন্দি
প্রকাশ : ১৫ আগস্ট ২০১৮, ২১:২১
কপোতাক্ষের বেড়িবাঁধ ভেঙে শতাধিক পরিবার পানিবন্দি
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাতক্ষীরা তালা উপজেলায় কপোতাক্ষ খনন প্রকল্পের পাখিমারা বিলের গলাভাঙ্গা এলাকার প্রতিরক্ষা বেড়িবাঁধ ভেঙ্গে চারটি গ্রাম পানিবন্দি হয়ে পড়েছে। প্লাবিত হয়েছে ফসলি জমি ও মৎস্য ঘের। বুধবার সকালে বেড়িবাঁধটি ভেঙ্গে যায়।


এলাকারবাসীর অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে এ ধরনের ঘটনা ঘটেছে। ঝুকিপূর্ণ বাঁধের বিষয়ে বার বার পানি উন্নয়ন বোর্ডকে জানানো হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি তারা। ফলে পশ্চিম প্রান্তের প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে হু হু করে পানি ঢুকে পড়ছে লোকালয়ে। ঝুঁকিতে রয়েছে আরও ৪/৫টি গ্রাম।


স্থানীয়রা জানান, কপোতাক্ষের খনন প্রকল্পের আওতায় তালা উপজেলা খেশরা ও জালালপুর ইউনিয়নের পাখিমারা বিলে ৮ কোটি টাকা ব্যয়ে ১৫৬৬ একর জমিতে টি.আর.এম প্রকল্প চালু করা হয়। টি.আর.এম প্রকল্পের জমি অধিগ্রহণ, লিংক চ্যানেল খননসহ টেকসই প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করার কথা থাকলেও ৪ বছর মেয়াদী প্রকল্পের কাজ ৫ম বছরে শেষ মুহুর্তে ব্যাপক দুর্নীতি-অনিয়মের মাধ্যমে যেনতেনভাবে বাঁধ দেয়ার ফলে বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়।


স্থানীয় মাদরা, গুচ্ছগ্রাম পার মাদরা, দোহার এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তা-ঘাট, বসত-বাড়ি, ফসলি জমি, মৎস্য ঘের তলিয়ে গেছে। কমপক্ষে শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। প্রবল স্রোতে পানি প্রবেশ করায় আশপাশের আর ৪/৫টি গ্রামে পানি ঢুকে পড়ার আশংকা দেখা দিয়েছে।


বুধবার দুপুরে সাতক্ষীরা- ১ (তালা - কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভৌকেট মুস্তফা লুৎফুল্লাহ ওই এলাকা পরিদর্শন করেছেন। তিনি অবিলম্বে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে বাঁধ মেরামতের নির্দেশ দিয়েছেন।


তালা উপজেলা পানি কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মঈনুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি প্রনব ঘোষ বাবলু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


বেড়িবাঁধের কাজ আবার শুরু করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন।


এ ব্যাপারে যশোর পাউবো নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।


বিবার্তা/সেলিম/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com