শিরোনাম
হাতিয়ায় অস্ত্রসহ জলদস্যু আটক
প্রকাশ : ১৫ আগস্ট ২০১৮, ১০:১৪
হাতিয়ায় অস্ত্রসহ জলদস্যু আটক
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নোয়াখালীর হাতিয়া উপজেলার চর ঘাসিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ জলদস্যু নাসির উদ্দিনকে আটক করেছে কোস্টগার্ড। নাসির হাতিয়ার সুখচর ইউনিয়নের সুখচর গ্রামের আব্দুল মোতালেব মেন্দার ছেলে।


জানা যায়, মঙ্গলবার ভোর ৬টার দিকে হাতিয়ার দুর্গম চরাঞ্চলের চরঘাসিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের নির্বাহী প্রধান এম হামিদুল ইসলাম ও হাতিয়া কন্টিনজেন্ট কমান্ডার লে: শাকিল আহমেদের নেতৃত্বে অভিযান চালানো হয়।


অভিযানে জলদস্যু ফোকরা বাহিনীর প্রধান ফোকরা কয়েকজন সঙ্গীসহ পালাতে সক্ষম হলেও তার সেকেন্ড-ইন-কমান্ডার কাম-ক্যাশিয়ার নাসিরউদ্দিনকে (৩০) অস্ত্রসহ আটক করে। আটককৃত অস্ত্রের মধ্যে রকেট প্যারাসুট ফ্লেয়ার ৪টি, দেশীয় একনলা বন্দুক-১টি, ওয়ান শ্যুটার ১টি, কার্তুজ ৯টি, মোবাইল ৮টি, সিম ৯টি, অস্ত্রের ব্যাগ ১টি।


তার বিরুদ্ধে হাতিয়া থানায় হত্যা ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে কোস্টগার্ড সূত্রে জানা যায়।


বিবার্তা/তাসলিম/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com