
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ট্রলির ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার সকালে উপজেলার নাগদাহ কশালের তল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তাহের ওরফে বাংটু (৬৫) উপজেলার আজোয়াটারী গ্রামের মৃত অজের মামুদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আবু তাহের বাইসাইকেলযোগে ব্যক্তিগত কাজে যাওয়ার সময় শ্যালো মেশিন চালিত একটি ট্রলি পেছন থেকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশের পুকুরে পরে যান। এ সময় পুকুরে থাকা একটি ধারালো বাঁশ তার হাঁটুর উপরের মাংসের মধ্যে ঢুকে যায়। পরে এলাকাবাসী তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার এসআই গোলজার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের দাবি না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/সৌরভ/জহির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net