শিরোনাম
পরীক্ষায় অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৮, ১৮:৪০
পরীক্ষায় অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পরীক্ষায় অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধে করে বিক্ষোভ করেছে কুষ্টিয়া সরকারি কলেজের কয়েক হাজার শিক্ষার্থী।


সোমবার বেলা ১১টায় ফি প্রত্যাহারের দাবি জানিয়ে সরকারি কলেজের সামনের সড়কে অবস্থান নেয় তারা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। অতিরিক্ত ফি প্রত্যাহার, ক্যান্টিন চালু, খেলার মাঠ সংস্কার, পরিবহন ব্যবস্থা চালুসহ বিভিন্ন দাবি জানানো হয় বিক্ষোভ থেকে।


শিক্ষার্থীদের অভিযোগ, গত বছর অনার্সসহ সব পরীক্ষায় ফি নির্ধারণ করা হয়েছিল ২,৭০০ টাকা। এবছর এক লাফেই অধ্যক্ষ তা বাড়িয়ে প্রায় ৫ হাজার টাকা নির্ধারণ করেছেন। বিভিন্ন ভুয়া ও মনগড়া খাত তৈরি করে এসব অর্থ নির্ধারণ করা হয়েছে। যা আমাদের কোনো কাজে আসছে না।


শিক্ষার্থীরা জানান, গত বছর আমাদের ফি ছিল ৩ হাজার টাকার নিচে। এবার সেটা বাড়িয়ে ৫ হাজার টাকা করা হয়েছে। যেখানে বোর্ড ফি মাত্র ৮০০ টাকা সেখানে বিভিন্ন খাত দেখিয়ে টাকা তোলা হচ্ছে। এসব খাত থেকে শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে না। এটা আমাদের ওপর জুলুম করা হচ্ছে।


এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে একাডেমিক কাউন্সিলের জরুরী সভা ডাকে অধ্যক্ষ। সভায় শিক্ষার্থীদের আন্দোলন ও দাবি-দাওয়া নিয়ে আলোচনা করা হয়। তবে অধ্যক্ষ এ নিয়ে সাংবাদিকদের সামনে কথা বলতে রাজি হননি।


বিবার্তা/শরীফুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com