শিরোনাম
লাইসেন্সবিহীন চালকদের নামিয়ে দিচ্ছেন মালিকরা
প্রকাশ : ১১ আগস্ট ২০১৮, ২২:৩৯
লাইসেন্সবিহীন চালকদের নামিয়ে দিচ্ছেন মালিকরা
জয়পুরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জয়পুরহাটে লাইসেন্সবিহীন চালকদের গাড়ি থেকে নামিয়ে দিচ্ছেন পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতারা। সেই সঙ্গে বৈধ কাগজপত্র নিয়ে রাস্তায় বের হওয়ার পরামর্শও দেয়া হচ্ছে।


শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জয়পুরহাট বাস টার্মিনাল এলাকায় জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের উদ্যোগে এ অভিযান চালানো হয়।


এতে নেতৃত্ব দেন জয়পুরহাট জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক দেওয়ান বেদারুল ইসলাম বেদিন, সদস্য ইয়াছিন আলী, খাইরুল আলম, মটর শ্রমিক নেতা পারভেজ, মীর শহীদ ফরহাদসহ শ্রমিক নেতারা।


জয়পুরহাট জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক দেওয়ান বেদারুল ইসলাম বেদিন বলেন, লাইসেন্স না থাকলে কোনো চালককে গাড়ি চালাতে দেয়া হবে না। যেসব চালকের লাইসেন্স রয়েছে কিন্তু সঙ্গে আনেননি তাদের বাস থেকে নামিয়ে দেয়া হচ্ছে এবং সেই সাথে শ্রমিকদের অবগত করার জন্য মাইকিং করা হচ্ছে।


বিবার্তা/শামীম/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com