শিরোনাম
লক্ষ্মীপুরে ভাতার বই বিতরণ
প্রকাশ : ১১ আগস্ট ২০১৮, ১৯:১২
লক্ষ্মীপুরে ভাতার বই বিতরণ
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুরের রামগঞ্জে নতুন এক হাজার একশ উপকারভোগীর মাঝে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার বই বিতরণ করা হয়েছে। সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শনিবার দুপুরে উপজেলা পরিষদের মিলনাতয়নে এসব বই বিতরণ করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার রিজাউল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য লায়ন এম এ আউয়াল। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সফিকুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এম এ মমিন পাটওয়ারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আ ক ম রুহুল আমিন, পৌরসভার মেয়র আবুল খায়ের পাটওয়ারী ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমুখ।


বক্তারা বলেন, শেখ হাসিনার সরকারের আমলেই বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীসহ সমাজের অবহেলিতরা ভাতাসহ যাবতীয় সুযোগ-সুবিধা পাচ্ছে। দেশে সমান তালে উন্নয়ন হচ্ছে। উন্নয়নের এ ধারাবাহিকতায় বজায় রাখতে হলে জনগনকে আবারো নৌকা ভোট দিতে হবে।


বিবার্তা/সুমন/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com