শিরোনাম
৪ মাস নিখোঁজের পর স্কুলছাত্র উদ্ধার
প্রকাশ : ১১ আগস্ট ২০১৮, ১৭:৪১
৪ মাস নিখোঁজের পর স্কুলছাত্র উদ্ধার
চট্টগ্রাম ব্যুরো
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের চান্দগাঁও এলাকার স্কুলছাত্র মো. ফয়সাল হোসেন (১০) চার মাস আগে নিখোঁজ হয়। শনিবার তাকে নীলফামারী থেকে উদ্ধার করেছে চট্টগ্রাম পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই পুলিশ মেট্টো)।


গত ২৫ এপ্রিল সকালে চান্দগাঁও থানার চররাঙ্গামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র ফয়সাল হোসেন ইংরেজি পরীক্ষা দেয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করার পরে না পেয়ে চান্দগাঁও থানায় ২৭ এপ্রিল জিডি করে। পরে সেটি মামলা হিসেবে রেকর্ড করে গত ২ মে চান্দগাঁও থানায়। আদালত মামলাটি আমলে নিয়ে চট্টগ্রাম মেট্টো পিবিআইকে তদন্ত করার নিদের্শ দেন।


গত ৯ আগস্ট গোপন সংবাদে খবর পেয়ে মামলার দায়িত্বপ্রাপ্ত পিবিআই কর্মকর্তা মো. জাহেদুজ্জামান চৌধুরী ভিকটিম মো. ফয়সাল হোসেনকে নীলফামারী সদর থানাধীন কহিনুল ইসলামের (৪৮) বাড়ি রামগঞ্জ থেকে উদ্ধার করতে সক্ষম হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিকটিম জানায়, স্কুলের ইংরেজি পরীক্ষাটি যদিও সকালে হওয়ার কথা থাকলেও ভিকটিম বিকালে মনে করে পরীক্ষা সেন্টারে যান। পরে জানতে পারে সকালে পরীক্ষা হয়ে গেছে। বিষয়টি ভিকটিমের বাবা জানতে পারলে মারধর করবে এমন ভয়ে সে আর বাসায় ফেরত না গিয়ে স্বেচ্ছায় পালিয়ে যায়।


বিবার্তা/জাহেদ/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com