শিরোনাম
সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেলো ৩ জনের
প্রকাশ : ১০ আগস্ট ২০১৮, ২১:৪৪
সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেলো ৩ জনের
চট্টগ্রাম ব্যুরো
প্রিন্ট অ-অ+

সেপটিক ট্যাংকে নেমে দুই সহোদর ভাইসহ তিন জনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর খুলশী থানার ঝাউতলা ডিজেল কলোনি মসজিদ মাঠে এ ঘটনা ঘটে।


চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।


নিহতরা হলেন- স্থানীয় মিজানের ছেলে সিফাত (১২) এবং আফজালের দুই ছেলে ইমরান হোসেন (২৫) ও রুবেল হোসেন (১৮)।


এএসআই আলাউদ্দিন বলেন, ডিজেল কলোনি মসজিদ মাঠে বিকেলে শিশু-কিশোররা ফুটবল খেলছিল। খেলতে খেলতে বলটি ওই মাঠের মধ্যে থাকা বেশ পুরনো একটি সেপটিক ট্যাংকে পড়ে যায়। সিফাত সেটি তুলতে গিয়ে ট্যাংকে পড়ে যায়। তখন সিফাতকে তুলতে ইমরান এগিয়ে যায়। কিন্তু ইমরানও উঠে আসতে না পারায় ভাইকে উদ্ধার করতে রুবেল ট্যাংকে নামে।


পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে আনার পর চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন বলে এই পুলিশ সদস্য জানান।


ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, তিনজন সেপটিক ট্যাংকে পড়ে যাওয়ার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে তাদের অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com