শিরোনাম
জয়পুরহাটে আদিবাসী দিবস পালিত
প্রকাশ : ০৯ আগস্ট ২০১৮, ১৫:৫৩
জয়পুরহাটে আদিবাসী দিবস পালিত
জয়পুরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জয়পুরহাটে আধিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জয়পুরহাটসহ আদিবাসী অধ্যুষিত পাঁচবিবি ও কালাই উপজেলায় বিভিন্ন আদিবাসী সংগঠন পৃথকভাবে দিবসটি পালন করেছে।


বৃহস্পতিবার দুপুরে আদিবাসী পল্লীগুলো থেকে ব্যানার, ফেস্টুনসহ আদিবাসীরা ওই ৩টি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরই ধারাবাহিকতায় জয়পুরহাট জেলা প্রশাসক চত্বর, আবুল কাশেম ময়দান ও জেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।


এসব আলোচনা সভায় বক্তৃতা করেন, জেলা প্রশাসক মোহাম্মদ হোসেন, পুলিশ সুপার রশিদুল হাসান, জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, পাঁচবিবি পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, আদিবাসী নেতা কার্ত্তিক সিং, উজ্জল মিনজি, রতন সিং প্রমুখ।


বক্তারা তাদের ভূমি রক্ষা ও জীবন মানোন্নয়নে সরকারের কাছে বিভিন্ন দাবি উপস্থাপন করেন।


বিবার্তা/শামীম/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com