
নড়াইলে তরিকুল ইসলামে (২৭) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। নড়াইল-যশোর মহাসড়কের সিতারামপুর এলাকায় সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে তরিকুলের লাশ বলে নিশ্চিত করেছে বাঘারপাড়া থানা পুলিশ।
বুধবার সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ জানায়, সিতারামপুর এলাকায় সড়কের পাশে সকালে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে আসে। তার শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে।
বাঘাপাড়া উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান লিটন বলেন, তরিকুল বাঘারপাড়া উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের শরীরে গুলির চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তিনি বলেন, নিহতের বিরুদ্ধে সদর থানায় কোনো অভিযোগ বা মামলা নেই। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাঘাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম নিহতের পরিচয় নিশ্চিত করে বলেন, তরিকুলের বিরুদ্ধে আমাদের থানায় কোনো মামলা নেই।
বিবার্তা/শরিফুল/জাকিয়া
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net