শিরোনাম
হার্ডওয়্যারের দোকানে বিদেশি মদ, মালিক গ্রেফতার
প্রকাশ : ০৭ আগস্ট ২০১৮, ২২:৪১
হার্ডওয়্যারের দোকানে বিদেশি মদ, মালিক গ্রেফতার
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর বালিয়াকান্দিতে একটি হার্ডওয়্যারের দোকান থেকে ৬ বোতল বিদেশি মদসহ দোকান মালিক সুফল কুমার দাসকে (৫০) গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।


মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বেতেঙ্গা নতুন বাজারে সুজয় হার্ডওয়্যার নামক দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বেতেঙ্গা আনন্দ বাজারের সভাপতি ও বহরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।


রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক রাজীব মিনা জানান, দোকানে তল্লাশি চালিয়ে বাজারের ব্যাগের মধ্যে থেকে ৬ বোতল বিদেশি মদ উদ্ধারসহ সুফলকে গ্রেফতার করা হয়।


এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক ধনঞ্জয় চন্দ্র দেবনাথ বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি মামলা করেছেন।


বিবার্তা/শিহাব/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com