শিরোনাম
নদীভাঙ্গন ঠেকাতে চিলমারীতে মানববন্ধন
প্রকাশ : ০৭ আগস্ট ২০১৮, ১৬:১৩
নদীভাঙ্গন ঠেকাতে চিলমারীতে মানববন্ধন
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের চিলমারী নদী বন্দরের জোড়গাছ হাট রক্ষার দাবিতে মানববন্ধন করেছে গণকমিটি। মঙ্গলবার চিলমারী নদী বন্দর এলাকাজুড়ে কয়েক হাজার মানুষ ২ কি.কি. দীর্ঘ মানববন্ধন করে।


রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির ব্যানারে মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জামিউল ইসলাম বিদ্যুৎ, উপজেলা কমিটির আহ্বায়ক সুমন আজম, মুক্তিযোদ্ধা মফিজল হক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যরা।


মানববন্ধনে বক্তারা বলেন, চিলমারী নদী বন্দর দেশের ৩৭তম নদী বন্দর। তার একটি অংশ জোড়গাছ হাট। ব্রহ্মপুত্রের ডান তীর রক্ষা প্রকল্পের কাজ অসমাপ্ত রাখায় নদী বন্দরের অংশ জোড়গাছ মাঝিপাড়ায় ভাঙনে নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।


বক্তারা আরো বলেন, বাংলাদেশের মধ্যে দরিদ্রতম জেলা কুড়িগ্রাম। যার দারিদ্রের হার ৭০.৮৭ ভাগ। আর চিলমারীতে দারিদ্রের হার ৭৭ ভাগ। ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে ব্যর্থ হলে এই এলাকার দারিদ্রের হার আরো বৃদ্ধি পাবে। তাই ভাঙন বন্ধ করা জরুরি।


বিবার্তা/সৌরভ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com