
রাজশাহীর গোদাগাড়ীউপজেলায় দ্রুতগতির সান ব্রাদার্স অটোরাইস মিলের গাড়ির মুখোমুখি সংঘর্ষে উজ্জল (৩৫) নামের মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শাহাব্দিপুর নামক স্থানে রাজশাহী- চাঁপাই নবাবগঞ্জ মহাসড়কের উপর এই দুঘর্টনা ঘটেছে।
নিহত উজ্জল রাজশাহী পবা উপজেলার সাইফুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, বিকেল ৬টার দিকে রাজশাহী হতে ছেড়ে আসা দ্রুত গতির সান অটোরাইস মিলের কাভার্ড ভ্যান চাপাই নবাবগঞ্জের দিকে যাচ্ছিলো। অপরদিক থেকে আসা উজ্বল মোটরসাইকেল নিয়ে বাসায় ফিরছিলো। এ সময় কাভার্ড ভ্যান ও মোটর সাইকেল মুখোমুখি সংষর্ষ হলে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় সে।
গোদাগাড়ী থানার এসআই সিহাব জানান, ট্রাকটি রাস্তার পাশে খাদে আটকে যায়। এই ঘটনায় ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য গোদাগাড়ী মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে।
গোদাগাড়ী মডেল থানার ওসি জাহাঙ্গির আলম জানান, নিহতের পরিবারের লোকজনের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/তারেক/কামরুল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net