
বরিশালে চলছে পুলিশের ট্রাফিক সেবা সপ্তাহ। রবিবার দুপুরে নগরীর চৌমাথা বীর মুক্তিযুদ্বা মো. সুলতান মৃধা পুলিশ বক্স এলাকায় ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করা হয়।
এ সময় বরিশাল মেট্রোপলিটনের নব নিযুক্ত পুলিশ কমিশনার মোশারফ হোসেন বলেন, সাড়া দেশে সড়ক দুর্ঘটনায় শুধু শিক্ষার্থী কেন, কোনো সাধারণ মানুষের মৃত্যু কারো কাম্য নয়। নিরাপদ সড়ক শুধু শিক্ষার্থীদের একার দাবি নয় এটা দেশব্যাপী সকলের দাবি।
পরিবহন ব্যাবসার সাথে জড়িত মালিক ও চালক শ্রমীকদের উর্দ্দেশ্যে বলেন, অদক্ষ চালকদারা পরিবহন চালনা থেকে বিরত রাখতে হবে। কেউ যদি ট্রাফিক আইন অমান্য করে কাগজপত্রবিহীন গাড়ি চালায় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাহফুজুর রহমান, বরিশাল জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, বরিশাল উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) মো. হাবিবুর রহমান, মেট্রোপলিটন গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোয়াজ্জেম হোসেন ভূইয়া, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) খায়রুল আনাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার ফরহাদ সরদার, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শাহনাজ পারভিন, মডেল থানা অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম, কাউনিয়া থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, বরিশাল কেন্দ্রীয় নথুলাবাদ বাস মালিক সমিতির সভাপতি আফতাব আহমেদ, বরিশাল রুপাতলী মিনিবাস মালিক সমিতির সভাপতি আজিজুর রহমান শাহিন, শ্রমীক লীগ নেতা ও ওয়ার্ড কাউন্সিলর কালাম মোল্লা প্রমুখ।
বিবার্তা/আরিফ/কামরুল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net