শিরোনাম
রায়পুরায় লেগুনাচাপায় কলেজছাত্র নিহত
প্রকাশ : ০৪ আগস্ট ২০১৮, ১৮:০২
রায়পুরায় লেগুনাচাপায় কলেজছাত্র নিহত
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীর রায়পুরায় নিয়ন্ত্রণ হারানো লেগুনার চাপায় মারা গেছে আব্দুল্লাহ নামে এক কলেজ ছাত্র।


শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার নীলকুঠি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ (১৭) ভৈরব হাজী আসমত আলী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ও রায়পুরার মাহমুদাবাদ ঝাড়তলা এলাকার মো. শাহজাহানের ছেলে। এ সময় আহত হয়েছেন একই গ্রামের ঝালমুড়ি বিক্রেতা মো: ফজলুর রহমান (৫৫)।


এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে।


নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো: শফিউর রহমান জানান, ইটাখোলা থেকে ভৈরবগামী যাত্রীবাহি একটি লেগুনা নীলকুঠি বাসস্ট্যান্ডে কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে ও আগুন ধরে যায়। এতে পথচারী কলেজ ছাত্র আব্দুল্লাহ ও ঝালমুড়ি বিক্রেতা ফজলুর রহমান আহত হয়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে ভৈরব হাসপাতালে নেয়ার পথে কলেজ ছাত্র আব্দুল্লাহ মারা যায়। আশংকাজনক অবস্থায় আহত ফজলুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লেগুনাচালক আলমগীরকে আটক করেছে পুলিশ।


বিবার্তা/রাসেল/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com