শিরোনাম
নিরাপদ সড়কের দাবিতে কুড়িগ্রামে অবস্থান কর্মসূচি
প্রকাশ : ০৪ আগস্ট ২০১৮, ১৭:২৯
নিরাপদ সড়কের দাবিতে কুড়িগ্রামে অবস্থান কর্মসূচি
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নিরাপদ সড়ক চাই কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামের গুরুত্বপূর্ণ সড়ক শাপলা চত্বরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। শনিবার সকালে স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেয়।


নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় ৯ দফা দাবি বাস্তবায়নে তারা এ কর্মসূচি পালন করে।


শিক্ষার্থীরা বলেন, আমরা সড়ক নিরাপদ না হওয়া পর্যন্ত আন্দোলন করব। আজকে আমরা কেউ উল্টো পথে আসছে কি না এবং লাইসেন্স আছে কি-না চেক করছি। আমরা এর মাধ্যমে দেখিয়ে দিতে চাই সঠিক দায়িত্ব পালন করলে পরিবহনখাতে শৃঙ্খলা আনা সম্ভব।


লাইসেন্স চেক করার সময় কুড়িগ্রাম চিফ জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের গাড়িকে আটকালে চালক তার ও গাড়ির কোনো প্রকার গাড়ির কাগজ দেখাতে পারেন নাই।


বিবার্তা/সৌরভ/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com