শিরোনাম
সিংড়ায় গ্রামীণ সড়কের বেহাল দশা, ভোগান্তি চরমে
প্রকাশ : ০৩ আগস্ট ২০১৮, ০৯:৩৮
সিংড়ায় গ্রামীণ সড়কের বেহাল দশা, ভোগান্তি চরমে
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের সিংড়া উপজেলার বেশ কিছু গ্রামীণ সড়কের বেহাল দশা। দীর্ঘদিন ধরে সড়কগুলো মেরামত না করায় গত কয়েক দিনের ভারী বর্ষণে এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কগুলো। সড়কগুলোর বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে খানাখন্দে পরিণত হয়েছে। কোনো কোনো সড়কের দু’পাশ ভেঙে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সাধারণ মানুষ, ছাত্র-ছাত্রী ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।


ক্ষতিগ্রস্ত সড়কগুলোর মধ্যে জনগুরুত্বপূর্ণ নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া হতে বাঁশের ব্রিজ, জামতলী-বামিহাল সড়ক, রাতাল-বিয়াস সড়ক, বিনগ্রাম-খোলাবাড়িয়া সড়ক, রাণীপুকুর-শালমারা সড়ক, বালুয়া বাসুয়া-চলনবিলের সড়কের কিছু অংশ, শেরকোল ইউনিয়নের তেলীগ্রাম-বারৈহাটি সড়ক, ছাঁতারদিঘী ইউনিয়নের বেশ কিছু গ্রামীণ সড়কসহ আরো বিভিন্ন গ্রামের পাকা সড়ক এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।


উজ্জল রায় নামের এক ব্যবসায়ী জানান, নাটোর-বগুড়া মহাসড়কটি জনগুরুত্বপূর্ণ। এ সড়ক দিয়ে প্রতিদিন বিভিন্ন রুটের হাজার হাজার যানবাহন চলাচল করে। দীর্ঘদিন ধরে মেরামত না করায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে খানাখন্দে পরিণত হয়েছে। যার কারণে ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে প্রতিদিন।


বিপ্লব হোসেন নামের এক ব্যবসায়ী জানান, জামতলী-বামিহাল সড়ক দিয়ে তিনটি ইউনিয়নের হাজারও লোকজন যাতায়াত করে। কিন্তু এ সড়কটি দীর্ঘদিন ধরে মেরামত না করায় বৃষ্টির পানিতে রাস্তায় খানাখন্দে পরিণত হয়েছে। এ অঞ্চলের কৃষকদের কৃষি পণ্য পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।



জামতলীর মানিকদিঘী গ্রামের কলেজ ছাত্র এনামুল হক বলেন, দীর্ঘদিন ধরে সড়কগুলো মেরামত না করায় কয়েকদিনের বৃষ্টিতে এ রাস্তা চলাচলের অনুপযোগী হয়েছে। আমরা দ্রুত এ পরিস্থিতির অবসান চাই।


বৃষ্টির মৌসুম চলে গেলে উপজেলার গ্রামীণ সড়কগুলো সংস্কার করা হবে বলে জানান উপজেলা প্রকৌশলী হাসান আলী।


বিবার্তা/রাজু/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com