শিরোনাম
চট্টগ্রামে আইনজীবী স্ত্রী রহিমা হত্যায় মামলা
প্রকাশ : ০২ আগস্ট ২০১৮, ১৮:২৬
চট্টগ্রামে আইনজীবী স্ত্রী রহিমা হত্যায় মামলা
চট্টগ্রাম ব্যুরো
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম আদালতের আইনজীবী এহতেশামুল পারভেজ সিদ্দিকী জুয়েলের স্ত্রী বিবি রহিমা (২৮) হত্যার ঘটনায় মামলা করা হয়েছে।


বৃহস্পতিবার চান্দগাঁও থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন নিহতের মা বেদুরা বেগম।


বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ওসি আবুল বশর বলেন, নিহতের মা বেদুরা বেগম অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন।


এখনো হত্যার কোনো রহস্য উদঘাটন হয়নি জানিয়ে ওসি আবুল বশর বলেন, পুলিশের বিভিন্ন সংস্থা এ হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে।


বুধবার (১ আগস্ট) নিজ বাড়ি থেকে চট্টগ্রাম আদালতের আইনজীবী এহতেশামুল পারভেজ সিদ্দিকী জুয়েলের স্ত্রী বিবি রহিমার হাত বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। বিবি রহিমা চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।


ঘটনার সময় রহিমার সঙ্গে তার ২ বছর ৯ মাস বয়সী শিশু হৃদি ছিল। মাকে হত্যার পুরো ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী মেয়ে হৃদি।


ওসি আবুল বশর জানিয়েছেন, বিবি রহিমাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার মরদেহ উদ্ধারের সময় তার হাত পিছন থেকে বাঁধা ছিল। গলায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় আরিফ ও ইয়াছিন এখন পুলিশ হেফাজতে আছেন বলে জানান ওসি।


বিবার্তা/জাহেদ/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com