শিরোনাম
নিরাপদ সড়কের দাবিতে চাঁদপুরে বিক্ষোভ
প্রকাশ : ০২ আগস্ট ২০১৮, ১৬:১৮
নিরাপদ সড়কের দাবিতে চাঁদপুরে বিক্ষোভ
চাঁদপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নিরাপদ সড়কের জন্য ৯ দফা দাবিতে ঢাকায় চলমান আন্দোলনে একাত্মতা প্রকাশ করে চাঁদপুরে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা শহরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে।


শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষুব্ধ ছাত্ররা গাড়ি ভাংচুর করে। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে। এতে কমপক্ষে ১০ ছাত্র আহত হয়।


শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরও সকাল ১০টার দিকে বিভিন্ন স্কুল ও কলেজ থেকে শত শত ছাত্র-ছাত্রী মিছিল নিয়ে শহরের কালীবাড়ি এলাকায় জমায়েত হয়। সেখান থেকে তারা মিছিল নিয়ে শহরের বাসষ্ট্যান্ডে চলে যায়। চাঁদপুর থেকে কুমিল্লাগামী বোগদাদ ট্রান্সপোর্টের একটি এবং চট্রগ্রামগামী সৌদীয়া ট্রান্সপোর্টের আরেকটি বাসে ভাংচুর করে।


এ অবস্থায় পুলিশ ছাত্রদের ধাওয়া করে। পরে ছাত্ররা বাসস্ট্যান্ড এলাকায় সড়কে অবস্থান নেয়। প্রায় এক ঘণ্টা অবস্থানের পর চাঁদপুরের পুলিশ সুপারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ছাত্রদের বুঝিয়ে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। দুপুর ১২ টার দিকে ছাত্ররা অবরোধ তুলে নেয়।


বিবার্তা/ইমরান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com