শিরোনাম
কলাপাড়ায় তিনটি ট্রলারডুবি, নিখোঁজ ২
প্রকাশ : ০১ আগস্ট ২০১৮, ২০:২৬
কলাপাড়ায় তিনটি ট্রলারডুবি, নিখোঁজ ২
ফিরে আসা জেলেরা (ছবি : উত্তম কুমার হাওলাদার)
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গভীর সমুদ্র থেকে তীরে ফেরার পথে তিনটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। বুধবার দুপুরে এফবি পলাশ নামের একটি মাছ ধরা ট্রলার উত্তাল সাগরের ঢেউয়ের তাণ্ডবে নিমজ্জিত হয়। এ ছাড়া মঙ্গলবার গভীর রাতে কুয়াকাটা থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে সোনার চর নামক স্থানে এফবি মায়ের দোয়া ও এফবি নায়েতহবিল ট্রলার ডুবে যায়।


ট্রলারে থাকা জেলেরা দীর্ঘ সময় ভাসমান থাকার পর অপর দু’টি মাছধরা ট্রলার তাদের উদ্ধার করে। এ ঘটনায় নশু মিয়া (২৬) ও রহমান সিকদার (৩২) নামের দুই জেলে নিখোঁজ রয়েছে।


ফিরে আসা জেলেদের সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল হওয়ায় নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে মৎস্যবন্দর আলীপুরে-মহিপুরে ফিরে আসার পথে এ ঘটনা ঘটে।


বিবার্তা/উত্তম/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com