শিরোনাম
বরিশালে জামানত হারাতে পারেন ৬ মেয়র প্রার্থী!
প্রকাশ : ৩১ জুলাই ২০১৮, ২২:১৮
বরিশালে জামানত হারাতে পারেন ৬ মেয়র প্রার্থী!
বরিশাল ব্যুরো
প্রিন্ট অ-অ+

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে জামানত হারাতে পারেন ৬ মেয়র প্রার্থী। তবে গেজেট প্রকাশ হওয়ার পরই এ বিষয়ে সিদ্ধান্ত হবে। কারণ- এখনো ১৬ কেন্দ্রে ফলাফল প্রকাশ করা হয়নি।


জানা যায়, বিসিসি নির্বাচনে ১২৩টি কেন্দ্রের মধ্যে ১০৭টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ১০৭ কেন্দ্রের ভোটে ৬৩ শতাংশ ভোট পড়ছে। মোট ভোটের সংখ্যা ছিল ১ লাখ ৩৩ হাজার ৩০০। বাতিলকৃত ভোটের সংখ্যা তিন হাজার ৪৫১ হওয়ায় মোট বৈধ ভোটের সংখ্যা ছিল ১ লাখ ২৯ হাজার ৮৪৯টি। তবে একটি কেন্দ্রের ভোটগ্রহণ ও ১৫টি কেন্দ্রের ফলাফল স্থগিত থাকায় আরও প্রায় হাজার ভোটের হিসাব-নিকাশ এখনো করা হয়নি। ১০৭ কেন্দ্রে ফলাফল অনুযায়ী ভোটের প্রায় সাড়ে ১৬ হাজার ভোট পেতে হবে। সেদিক থেকে নৌকার প্রার্থী বাদে কেউই ১৬ হাজার ভোট পায়নি।


১০৭ কেন্দ্রের ভোটের ফলাফল অনুযায়ী, বিএনপির মেয়র প্রার্থী ধানের শীষ প্রতীকে মজিবর রহমান সরোয়ার পেয়েছেন ১৩ হাজার ১৩৫ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র হাত পাখা মার্কার ওবাইদুর রহমান (মাহবুব) পেয়েছেন ছয় হাজার ৪২৩ ভোট। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মই মার্কায় ডা. মনীষা চক্রবর্তী পেয়েছেন এক হাজার ৯১৭ ভোট। জাতীয় পার্টি (জাপা) বহিষ্কৃত মো. ইকবাল হোসেন (তাপস) লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৬৯৬ ভোট। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির অ্যাডভোকেট আবুল কালাম আজাদ পেয়েছেন ২৪৪ ভোট।


ভোটের হিসাবে ১৫ কেন্দ্রে ভোট হলে গড় হিসেবে যেমন প্রদত্ত ভোটের সংখ্যা বাড়বে তেমনি জামানত রক্ষার ভোটের হিসেবেও পরিবর্তন ঘটবে। আর এ ক্ষেত্রে ৬ প্রার্থীকেই জামানত হারাতে হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও প্রার্থীদের প্রাপ্ত ভোটের হিসাবে দ্বিতীয় অবস্থানে থাকা মজিবর রহমান সরোয়ার জামানত নাও হারাতে পারেন। তবে বাকি ৫ প্রার্থীর ১০৭ কেন্দ্রের প্রাপ্ত ভোটের গড় হিসেবে এখনই অনেকটাই নিশ্চিত হয়ে গেছে জামানত হারানোর বিষয়টি।


বরিশালের সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান বলেন, নির্বাচনী আইন অনুযায়ী যেসব প্রার্থী মোট ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পাবেন তাদের জামানত জব্দ হবে।


বিবার্তা/আরিফ/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com