শিরোনাম
মুখোশধারী রাজনীতিকদের রুখতে হবে: ববি হাজ্জাজ
প্রকাশ : ৩১ জুলাই ২০১৮, ১৭:৫৮
মুখোশধারী রাজনীতিকদের রুখতে হবে: ববি হাজ্জাজ
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, ‘মুখোশধারী রাজনৈতিক নেতারা লাইসেন্স নিয়ে ঠিকাদারী ব্যবসা করছেন। তারা সরকারি ভবন, ব্রীজ ও কালভার্টে রডের বদলে বাঁশ ব্যবহার করেন। তাদের কারণেই দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এসব মুখোশধারী রাজনৈতিক নেতাদের প্রতিহত করতে হবে। তাদের বিরুদ্ধে তরুণ সমাজকে রুখে দাঁড়াতে হবে।’


মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর শহরের একটি রেস্টুরেন্টে সদর উপজেলা এনডিএম আয়োজিত মতবিনিময় সভায় তিনি আরো বলেন, এদেশে মেধাবীরা রাজনীতি থেকে দূরে সরে পড়েছে। মেধাবীদের শূন্যতায় রাজনীতির আজ বেহাল দশা। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। তাই আজ আমাদের গণতন্ত্র আইসিইউতে ভর্তি।


মতবিনিমিয় সভায় বক্তব্য দেন চট্ট্রগাম জেলা এনডিএম’র নেতা সাইফুল্লাহ মনির, কেন্দ্রীয় যুব আন্দোলনের সভাপতি লায়ন নুরুজ্জামান হিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমেদ, প্রচার সম্পাদক ওয়াহিদ তুষার, এনডিএম’র লক্ষ্মীপুর জেলা সদস্য সচিব শফিকুল ইসলাম ও ভোলা জেলা যুব আন্দোলনের সদস্য সচিব ইয়ামিন হোসেন প্রমুখ।


বিবার্তা/সুমন/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com