শিরোনাম
ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস, ৫৭ ধারায় মামলা
প্রকাশ : ৩১ জুলাই ২০১৮, ০৯:৪৪
ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস, ৫৭ ধারায় মামলা
চট্টগ্রাম ব্যুরো
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের মো. বাহাদুর খান নামক এক ব্যক্তির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস ও স্কুলের শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষার্থীদের নামে অশ্লীল তথ্য প্রচারের অভিযোগে আইসিটি অ্যাক্টের-৫৭ ধারায় মামলা করেছেন এক প্রধান শিক্ষক।


মামলার আসামি হলেন, শিকলবাহা ইউনিয়নের বিল্লাপাড়া গ্রামের নুরুল আলম প্রকাশ খায়ের আহমেদের ছেলে মো. বাহাদুর (২৬) প্রকাশ বাহাদুর খান।


গত ২৯ মে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে হাজির হয়ে কালারপোল হাজী মোহাম্মদ ওমরা মিয়া চৌধুরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবদুর রহিম চৌধুরী বাদি হয়ে (আইসিটি অ্যাক্টের-৫৭) ধারায় অভিযোগ এনে আদালতে মামলা করেন।


বিচারক এজাহারটি আমলে নিয়ে কর্ণফুলী থানার (ওসি)’কে মামলাটি নথিভুক্ত করার নির্দেশ দেন।


সোমবার কর্ণফুলী থানা মামলাটি নথিভুক্ত করে ইন্সপেক্টর মো. হাসান ইমামকে তদন্ত কর্মকর্তা অফিসার হিসেবে নিয়োগ করেন।


মামলার এজাহার সূত্রে জানা যায়, মো. বাহাদুর খান নামক ফেসবুক আইডি থেকে বাদিকে উদ্দেশ্য করে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করেছে। এবং বিভিন্ন তারিখে আপত্তিকর স্ট্যাটাস ও উল্লেখিত স্কুলের শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষার্থীদের নামে অশ্লীল, বানোয়াট ও কুরুচিপূর্ণ তথ্য পোস্ট করছেন। যা সম্পূর্ণ বেআইনি এবং বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।


যে কারণে ন্যায়বিচার প্রার্থনা করে আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানান মামলার বাদি।


বিবার্তা/জাহেদ/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com