শিরোনাম
সিলেটে নৌকা-ধানের শীষের হাড্ডাহাড্ডি লড়াই
প্রকাশ : ৩০ জুলাই ২০১৮, ২২:৫৩
সিলেটে নৌকা-ধানের শীষের হাড্ডাহাড্ডি লড়াই
সিলেট ব্যুরো
প্রিন্ট অ-অ+

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১৩২টি (দুটি স্থগিত) কেন্দ্রের মধ্যে ১১৪টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।


এসব কেন্দ্রের ফলাফলে ৭৭ হাজার ৫৩৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ধানের শীষ প্রতীকে বিএনপির আরিফুল হক চৌধুরী। আর নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৭৬ হাজার ১৮৬ ভোট।


নাগরিক ফোরামের প্রার্থী এহসানুল মাহবুব জোবায়ের ৮ হাজার ৫৩২ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।


সোমবার বিকেল চারটা থেকে ভোট গণনা শুরুর পর এ ফলাফল ঘোষণা করা হচ্ছে।


এর আগে সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। সকালে আওয়ামী লীগের প্রার্থী কামরান সুষ্ঠু ভোটের দাবি করে জয় পাওয়ার প্রত্যাশা করেছিলেন।


বিভিন্ন কেন্দ্রে জাল ভোট ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় বেশ কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণে বিঘ্ন সৃষ্টি হয়েছে।


এমনকি কেন্দ্র দখল নিয়ে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে গুলির ঘটনাও ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ একজন সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।


অনিয়মের অভিযোগে দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। বাকি ১৩০ টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হচ্ছে।


কিন্তু সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ফল আগাম প্রত্যাখ্যান করেছেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।


সোমবার বিকালে ভোটগ্রহণ শেষে তিনি সিলেট শহরে বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘ফলাফল যাই হোক, সন্ত্রাসী ভোট প্রত্যাখ্যান করলাম।’


সর্বশেষ রাত ১০টা পর্যন্ত ১১৪টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। সেখানে উপস্থিত রয়েছেন ধানের শীষের প্রার্থী আরিফুল হক।


সিলেট সিটিতে মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭১ হাজার ৪৪৪ জন ও নারী ১ লাখ ৫০ হাজার ২৮৮ জন।


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com